ব্রাহ্মণবাড়িয়ায় বিস্ফোরক মামলায় আ.লীগ নেতাসহ গ্রেফতার ৪

ব্রাহ্মণবাড়িয়ায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাও রয়েছেন। গতকাল ভোরে বিজয়নগর ও সদর মডেল থানা পুলিশ যৌথভাবে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল হক শুভকে (২৫) সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ক্রীড়াবিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে ঢাকার শাহবাগ ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দুটি বিস্ফোরক মামলা রয়েছে। এছাড়া গ্রেফতার হয়েছেন বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আদেল মোহাম্মদ জাহাঙ্গীর (৫৬), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না (৫৫) এবং সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মো. নাহিদ সরকার (৪২)।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোজাফফর হোসেন জানান, যৌথ অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আরও