মুন্সিগঞ্জের সিরাজদিখানে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের চারজন টেঁটাবিদ্ধসহ ১২ জন আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তিনটি বাড়িঘর ভাংচুর করা হয়।
টেঁটাবিদ্ধ অবস্থায় মো. জাকির হোসেন (৪২), পিয়ার হোসেন (৩৫) ও সিয়ামকে (২৮) উদ্ধার করে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পর থেকে চরপানিয়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামের পশ্চিম পাড়া ও পূর্ব পাড়া দুটি দলের মধ্যে ফুটবল খেলা চলছিল। এ সময় রূপচান মিয়া ও নুরুদ্দিনের সমর্থকদের সঙ্গে একই এলাকার মুজিবুর রহমান এবং আব্দুল আজিজের সমর্থকদের বিতর্ক হয়। এর জেরে গতকাল দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আমিন উদ্দিন, আব্দুল আজিজ ও গোলাম মোস্তফার বাঘির ভাংচুর করে প্রতিপক্ষের লোকজন।
বালুচর ইউপি চেয়ারম্যান মো. আওলাদ হোসেন জানান, চরপানিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।
সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, ফুটবল খেলা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চরপানিয়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।