শুরুটা ২০১৭ সালে। খুব বেশি আগে নয়। তাও প্রায় এক দশক হতে চলল, সেটাই-বা কম কীসে! ২০১৭ সালের আগস্টে ২৭ জন নবীন শিল্পীর ৫৫টি শিল্পকর্ম নিয়ে যখন যাত্রা শুরু হয়, তখন আয়োজকরাও এতটা ভাবেননি সম্ভবত। কিন্তু তাদের অবাক করে দিয়েই প্রদর্শনীর মাধ্যমে "A Thousand Tales Part 1 -এর যাত্রা শুরু হয়। প্রথম প্রদর্শনীর উদ্বোধন করেছিলেন স্বনামধন্য শিল্পী মুস্তাফা মনোয়ার।
সে প্রদর্শনীর সাফল্য ছিল ঈর্ষণীয়। সে সূত্র ধরেই ২০১৯ সালে আয়োজিত হয় "A Thousand Tales Part 2, যা কিনা প্রথম প্রদর্শনীর সার্থকতা বজায় রাখে। করোনা মহামারীতে যখন পৃথিবী থমকে দাঁড়ায়, সে দুরূহ বিপন্ন সময়ে রিপন কুমার দাস উৎসাহিত করেছেন অনিশ্চয়তার মাঝে সৌন্দর্য খুঁজে নিয়ে বিচিত্র অনুভূতিগুলো শিল্পে রূপান্তর করতে। ২০২১ সালে A Thousand Tales Part 3 অনুষ্ঠিত হয় অনলাইনে। কভিড-১৯-এর অনিশ্চয়তার কাল পার করে ২০২২ সালে আবারো সগৌরবে আয়োজন করে A Thousand Tales Part 4, যেখানে ১৯ জন নব্য প্রতিভার শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী কনকচাঁপা চাকমা। এ ধারাবাহিকতায় ২০২৩ সালে সফিউদ্দিন শিল্পালয়ে A Thousand Tales Part 5 সফলভাবে আয়োজন করা হয়। প্রতিবারই নতুন মাত্রা যুক্ত হয়েছে প্রদর্শনীতে। ফলে আয়োজকরা এ সফরকে আরো এগিয়ে নিতে চান।
ব্যাপক উৎসাহের সঙ্গে তারা ফিরে এসেছেন A Thousand Tales Part 6-এর আয়োজন নিয়ে। শুরুটা হয় ১৮ অক্টোবরে শফিউদ্দিন শিল্পালয়ে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী ও অধ্যাপক মোস্তাফিজুল হক। প্রদর্শনী চলেছে ২১ অক্টোবর পর্যন্ত। খোলা ছিল প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। শিল্পী ও শিল্পানুরাগীদের জন্য উন্মুক্ত ছিল প্রাঙ্গণ। প্রদর্শনীতে দেখা গেছে জলরঙ, অ্যাক্রেলিক, তেলরঙ, চারকোল, সফট প্যাস্টেল, ছাপচিত্রসহ বৈচিত্র্যময় মাধ্যমের শৈলী। বহুমাত্রিক মনন ও বিচিত্র রঙের ব্যবহার ভিন্ন আমেজ তৈরি করে ফেলেছে আঙিনাজুড়ে। অংশগ্রহণকারীরা বয়সে তরুণ। কিন্তু শিল্পচর্চায় শৌখিনতাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার প্রত্যয় রয়েছে তাদের কয়েকজনের কাজে।
মানুষের অনুভূতি ও ভাবনার প্রতিফলন ঘটে তার সৃষ্টিতে। সে প্রাণঢালা আবেগের শৈলীতে প্রকাশ পায় ব্যক্তিগত বোঝাপড়ার গল্প। সে বোঝাপড়াকে মানুষ তুলে ধরতে চায় বিশ্বের কাছে। কোনো প্রদর্শনীর পেছনের আদর্শিক পাটাতন মূলত এখানেই। চিত্রকর্ম তুলে ধরে দৈনন্দিন জীবনের সহস্র আখ্যান, যার মাঝেই প্রতিনিয়ত তুচ্ছ সাধারণ ঘটনাতেই মানুষ খুঁজে ফেরে অদেখা সৌন্দর্য, যা একজন প্রকৃত শিল্পীর কাজ। সেটাই ঘটছে অংশগ্রহণকারী নবীন শিল্পীদের হাতে।