মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ৩৫

প্রকাশ: সেপ্টেম্বর ২৯, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত চালানো এ অভিযানে ৩১ জন দুর্বৃত্ত, তিনজন নারী মাদক কারবারি এবং শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়।

অভিযানে উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি পিস্তল, একটি রিভালবার, ২০ রাউন্ড পিস্তলের গুলি, ছয়টি চাইনিজ কুড়াল, ২৮টি ছোট ছুরি, ১১টি বড় ছুরি, ১৬টি রামদা, আটটি চাপাতি, একটি টেঁটা, ৫৩টি পেট্রোল বোমা, ১২ প্যাকেট স্প্লিন্টার, ৯ লিটার পেট্রোল, সাড়ে আট কেজি গাঁজা, চার বোতল বিয়ার, ৫০টি হেলমেট এবং একটি মোবাইল ফোন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিএমপির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫