কানপুর টেস্ট

বৃষ্টিতে তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত

প্রকাশ: সেপ্টেম্বর ২৯, ২০২৪

ক্রীড়া ডেস্ক

ভারত ও বাংলাদেশের মধ্যকার কানপুর টেস্টে তিনদিন মিলে খেলা হলো মাত্র ৩৫ ওভারের! প্রথম দিন মাত্র ৩৫ ওভারের খেলা মাঠে গড়ানোর পর গতকাল দ্বিতীয় দিনের খেলা পুরোটাই বৃষ্টিতে ভেসে যায়। আজ রোববার তৃতীয় দিনও কোনো খেলা হলো না। মূলত আগের দিনের বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা ছিল। সেই মেঘে ঢাকা আকাশের কারণে আলোকস্বল্পতাও ছিল। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় আম্পায়াররা মাঠ পরিদর্শন শেষে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।

 

২০১৪ সালের পর প্রথম তিন দিন সবচেয়ে কম ওভারের খেলা হলো কানপুরে। ২০১৬ সালে পোর্ট অব স্পেনে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্টে প্রথম তিনদিন মিলে মাত্র ২২ ওভারের খেলা হয়। শেষ দুদিন কোনো খেলাই হয়নি। সম্প্রতি নয়ডায় আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে একমাত্র টেস্টে তো টসই হয়নি।

 

প্রথম দিন ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ রান তুলেছে বাংলাদেশ। মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত রয়েছেন। আউট হয়েছেন জাকির হাসান (০), সাদমান ইসলাম (২৪) ও নাজমুল হোসেন শান্ত (৩১)।

 

এর আগে চেন্নাই টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে ভারত। ১৪ টেস্টের মুখোমুখিতে ভারতের বিপক্ষে জয়হীন বাংলাদেশ। অর্জন বলতে মাত্র দুটি ড্র।  


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫