ভারতে পালানোর সময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নেতাসহ আটক ২

প্রকাশ: সেপ্টেম্বর ২৭, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

ভারতে পালানোর চেষ্টাকালে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নেতা টিপু সুলতান ওরফে টাইগার টিপুসহ ২ জনকে আটক করেছে বিজিবি।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুহস্পতিবার সন্ধ্যায় বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীনস্থ বড়জ্বালা বিওপির টহল দল নিশ্চিন্তপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে মো. টিপু সুলতান (৫২) ও মো. মারজানুর রহমানকে (৪৮) আটক করে। সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, টিপু সুলতান কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ডের সহ-সাংগঠনিক সম্পাদক। টিপু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে সরাসরি অংশগ্রহণ করে গোলাগুলিসহ বিভিন্ন ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল বলে গোয়েন্দা তথ্য রয়েছে। এছাড়াও তিনি তার এলাকায় ছাত্রজনতাসহ স্থানীয়দেরকে অস্ত্রের ভয় দেখিয়ে আতঙ্কিত করে বিভিন্ন সময় ত্রাস সৃষ্টি করতেন। তাছাড়া কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা যায়, তার নামে বিভিন্ন অপরাধে দুটি মামলা রুজু রয়েছে।

আটককৃত ব্যক্তিদ্বয়কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫