বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

জাহিদ মালেকসহ ২৪১ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: সেপ্টেম্বর ২৭, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনসহ ২৪১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাতে সদর থানায় ৯১ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মুরাদ হোসেন। মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আগস্ট সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের নির্দেশনায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন সাধারণ সম্পাদক আব্দুস সালামের পরিকল্পনায় আসামিরা পেট্রল ঢেলে বিএনপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। সময় একটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়। ঘটনায় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫