বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ২০০ বস্তা চাল উদ্ধার

প্রকাশ: সেপ্টেম্বর ২৭, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ২০০ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের রহমতবালা নামাপাড়ার একটি বাড়ি থেকে চালগুলো উদ্ধার করা হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার জানান, রহমানবালা এলাকার সালেক মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সময় তল্লাশি চালিয়ে দুটি ঘর থেকে ২০০ বস্তা চাল উদ্ধার করা হয়। সালেক মিয়ার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানায়, বুধবার রাতে ভ্যান করে চালগুলো সালেক মিয়া বাড়িতে এনে রাখেন। রাতেই তা সরকারি বস্তা থেকে বের করে অন্য বস্তায় ভরে দুটি ঘরে রেখে দেন। বিভিন্ন সময় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনে ঘরে মজুদ করে রাখতেন সালেক। পরে সেখান থেকে দেশের বিভিন্ন খাদ্যগুদাম ডিলারদের কাছে বিক্রি করতেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫