আন্তর্জাতিক বাজারে বেড়েছে তামার দাম

প্রকাশ: সেপ্টেম্বর ২৭, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

চীনের নেতারা চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন ও আবাসন খাতের পতন রোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে গতকাল দাম বেড়েছে তামার। খবর বিজনেস রেকর্ডার। 

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের সরবরাহ চুক্তিতে গতকাল তামার দাম আগের দিনের তুলনায় দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৯ হাজার ৮৬৯ ডলার ৫০ সেন্টে। 

অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে (এসএইচএফই) নভেম্বরে সরবরাহ চুক্তিতে গতকাল তামার দাম বেড়েছে আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ। টনপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৭৭ হাজার ৫০০ ইউয়ানে (১১ হাজার ৪২ ডলার ৪০ সেন্ট)। 

এদিকে এলএমইতে গতকাল অ্যালুমিনিয়ামের দাম দশমিক ৬ শতাংশ বেড়ে টনপ্রতি মূল্য পৌঁছেছে ২ হাজার ৫৫৪ ডলারে। নিকেলের দাম বেড়েছে দশমিক ১ শতাংশ। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ১৬ হাজার ৮০৫ ডলারে। সিসার দাম দশমিক ৪ শতাংশ বেড়ে টনপ্রতি মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ১০৫ ডলারে। দস্তার দাম বেড়েছে ১ শতাংশ। টনপ্রতি মূল্য পৌঁছেছে ৩ হাজার ২৬ ডলারে। তবে টিনের দাম টনপ্রতি ৩২ হাজার ৯৫ ডলারে স্থিতিশীল ছিল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫