আগস্টে বিশ্বব্যাপী অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে

প্রকাশ: সেপ্টেম্বর ২৬, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

বিশ্বব্যাপী অপরিশোধিত ইস্পাত উৎপাদন গত মাসে কমেছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন (ওয়ার্ল্ডস্টিল)। 

ওয়ার্ল্ড স্টিলের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের ৭১টি দেশ আগস্টে মোট ১৪ কোটি ৪৮ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৫ শতাংশ কম। এর মধ্যে এ সময় আফ্রিকার দেশগুলোর ইস্পাত উৎপাদনের পরিমাণ ছিল ১৯ লাখ টন, যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ২ শতাংশ কম। 

আগস্টে এশিয়া ও ওশেনিয়ার দেশগুলোর ইস্পাত উৎপাদন কমেছে গত বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ। এ সময় দেশগুলোর মোট উৎপাদন নেমেছে ১০ কোটি ৭১ লাখ টনে। মধ্যপ্রাচ্যের দেশগুলো আগস্টে মোট ৩৪ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে, যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ২ শতাংশ কম। উত্তর আমেরিকার উৎপাদন কমেছে গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশ। এ অঞ্চলে উৎপাদন হয়েছে ৯০ লাখ টন। আগস্টে রাশিয়া ও অন্যান্য সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ ও ইউক্রেন মোট ৭০ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে, যা আগের বছরের তুলনায় ৮ দশমিক ৭ শতাংশ কম। 

তবে আগস্টে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর উৎপাদন বেড়েছে। এ সময় দেশগুলোর মোট উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেড়ে ৯১ লাখ টনে পৌঁছেছে। ইউরোপ ও অন্যান্য দেশের উৎপাদন ৮ দশমিক ৪ শতাংশ বেড়ে মোট উৎপাদন পৌঁছেছে ৩৭ লাখ টনে। আগস্টে দক্ষিণ আমেরিকার দেশগুলোর উৎপাদনও বেড়েছে। দশমিক ৮ শতাংশ বেড়ে মোট উৎপাদন পৌঁছেছে ৩৬ লাখ টনে। 

প্রসঙ্গত, ওয়ার্ল্ড স্টিলের প্রতিবেদনে উঠে আসা ৭১টি দেশের বিশ্বের মোট অপরিশোধিত ইস্পাত উৎপাদনের ৯৮ শতাংশ হিস্যা রয়েছে। 

বিশ্বে সবচেয়ে বেশি ইস্পাত উৎপাদনকারী দেশের মধ্যে শীর্ষে আছে চীন। আগস্টে দেশটি ৭ কোটি ৭৯ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৪ শতাংশ বেশি। ভারতে ধাতুটির উৎপাদন ২ দশমিক ৬ শতাংশ বেড়েছে। মোট উৎপাদন পৌঁছেছে ১ কোটি ২৩ লাখ টনে। 

ইস্পাত উৎপাদনে বিশ্বের তৃতীয় শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। দেশটি আগস্টে মোট ৭০ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ৭ শতাংশ বেশি। এ সময় চতুর্থ স্থানে থাকা দেশ জাপানের উৎপাদন কমেছে ৩ দশমিক ৯ শতাংশ। মোট উৎপাদন নেমেছে ৬৯ লাখ টনে। 

রাশিয়ার উৎপাদন ১১ দশমিক ৫ শতাংশ কমে ৫৮ লাখ টনে নেমেছে। আগস্টে দক্ষিণ কোরিয়ার ইস্পাত উৎপাদনও কমেছে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন ২ দশমিক ২ শতাংশ কমে ৫৫ লাখ টনে নেমেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫