সাকিবের ইনজুরি, হেড কোচ জানেন না, কে জানে?

প্রকাশ: সেপ্টেম্বর ২৫, ২০২৪

ক্রীড়া প্রতিবেদক

কানপুরের গ্রিন পার্কে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট। এই টেস্ট সামনে রেখে বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে সাকিব আল হাসানের আঙুলের চোটের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল। তবে লংকান কোচ জানিয়েছেন, সাকিবের চোটের ব্যাপারে তাঁর আনুষ্ঠানিক কিছু জানা নেই!  হেড কোচই যদি তার দলের শীর্ষ খেলোয়াড়ের চোটের খবর না জানেন, তাহলে কে জানেন?

 

চেন্নাই টেস্ট শেষে নির্বাচন হান্নান সরকার জানিয়েছিলেন, কানপুর টেস্টের আগে দুদিন দেখবেন, যদি সাকিবের আঙুলের চোটের উন্নতি হয় তাহলে তিনি খেলবেন, নইলে বিকল্প চিন্তা করা হবে। এ নিয়ে জানতে চাওয়া হয় হাথুরুসিংহের কাছে। তিনি জবাবে বলেছেন, ‘সাকিবের চোটের আনুষ্ঠানিক আমার ব্যাপারে কিছু জানা নেই। তাকে নিয়ে এই মুহূর্তে কোনো অনিশ্চয়তা নেই। আমি ফিজিও কিংবা কারও কাছ থেকে এ বিষয়ে কিছু শুনিনি।’

 

আঙুলের চোটের কারণে চেন্নাই টেস্টে বেশ ভুগেছেন সাকিব। বোলিংয়েও এসেছেন বেশ দেরিতে। ভারতের প্রথম ইনিংসে বোলিংয়ে এসেছেন ৫৩তম ওভারে। প্রথম ইনিংসে ৮ ওভারে ৫০ রানে উইকেটশূন্য ছিলেন সাকিব। দ্বিতীয় ইনিংসেও উইকেটশূন্য। ১৩ ওভারে ৭৯ রান খরচ করেন।

 

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের প্রথম ইনিংসে ৩২ রানে আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে আউট হন ২৫ রান করে। হাথুরুসিংহের কাছে জানতে চাওয়া হয়েছিল, সাকিবের পারফরম্যান্সে তিনি হতাশ কি না? তিনি হেসে বলেন, ‘আমি তার পারফরম্যান্স নিয়ে হতাশ নই, গোটা দলের পারফরম্যান্স আরো ভালো হতে পারত। আমি নিশ্চিত সে-ও এটা জানে যে, আরো ভালো পারফর্ম করতে পারে। তার সামর্থ্য আমরা সবাই জানি। আমার মতে দ্বিতীয় ইনিংসে সে সত্যিই ভালো ব্যাটিং করেছে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫