ইসরায়েলের হত্যার প্রতিক্রিয়া অনিবার্য— হিজবুল্লাহ প্রধান

প্রকাশ: আগস্ট ০২, ২০২৪

বণিক বার্তা অনলাইন

হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ বলেছেন, ইসরায়েলের পরিচালিত হত্যাকাণ্ডের মাধ্যমে সংঘাত নতুন ধাপে প্রবেশ করেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শোকরের শেষকৃত্যে জড়ো হওয়া মানুষের উদ্দেশে দেয়া এক ভাষণে হাসান নাসরাল্লাহ বলেন, অনিবার্যভাবে এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া দেখানো হবে। খবর আল জাজিরা।

গত শনিবার (২৭ জুলাই) লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে এক শহরতলীতে বিমানহামলা চালিয়ে হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শোকরকে হত্যার দাবি করেছিল ইসরায়েল।

গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) হাসান নাসরাল্লাহ বলেন, কোনো প্রতীকী প্রতিক্রিয়া নয়, বাস্তব এবং যাচাইকৃত প্রতিক্রিয়া দেখানো হবে। বেশ কয়েকটি দেশ প্রতিশোধ না নেয়ার ব্যাপারে হিজবুল্লাহকে আহ্বান জানিয়েছে বলেও জানান তিনি।

হাসান নাসরাল্লাহ বলেন, ইসরায়েল ইতোমধ্যে সীমা অতিক্রম করেছে এবং এর প্রতিক্রিয়া অনিবার্য। হিজবুল্লাহর নেয়া প্রতিশোধের প্রতিক্রিয়া ইসরায়েল কীভাবে জানাবে, তার উপরই আঞ্চলিক সংঘাতের তীব্রতা নির্ভর করবে বলেও মন্তব্য করেন হিজবুল্লাহ প্রধান।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান ও তার মিত্রদের প্রতিশোধমূলক হামলার জন্য ইসরায়েল প্রস্তুত আছে।

বৈরুতের দক্ষিণ শহরতলির দাহিয়েহের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় চালানো অভিযানে ফুয়াদ শোকরকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, সেই হামলায় তিন নারী এবং দুই শিশুও নিহত হন। এছাড়া কয়েক ডজন বেসামরিক মানুষ আহত হয়েছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫