চাল ও গমের উৎপাদন বাড়ায় সার্বিক শস্য উৎপাদনে ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখেছে ভারত। দেশটি ২০২৩-২৪ শস্যবছরে (জুলাই-জুন) ৩২ কোটি ১৮ লাখ ৫০ হাজার টন শস্য উৎপাদন করতে পারে, যা আগের শস্যবছরের তুলনায় সামান্য কম। আগের শস্যবছরে ভারত রেকর্ড ৩২ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টন শস্য উৎপাদন করেছিল। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস)। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।
এদিকে গত ৪ জুন ভারতের মিনিস্ট্রি অব এগ্রিকালচার অ্যান্ড ফারমার্স ওয়েলফেয়ার ২০২৩-২৪ শস্যবছরের উৎপাদন নিয়ে তৃতীয়বারের মতো পূর্বাভাস দিয়েছে। সর্বশেষ সরকারি পূবার্ভাসের ওপর ভিত্তি করে এফএএস জানিয়েছে, ২০২৪-২৫ বিপণন বর্ষে ভারত ৩ কোটি ১২ লাখ হেক্টর জমি থেকে ১১ কোটি ৩০ লাখ টন গম উৎপাদন করতে পারে। ২০২৩-২৪ বিপণন বছরে দেশটি ১১ কোটি ৫ লাখ টন গম উৎপাদন করেছিল।
এফএএস জানায়, ২০২৪-২৫ বিপণন বছরে ভারত ৪ কোটি ৮৫ লাখ হেক্টর জমি থেকে ১৩ কোটি ৮০ লাখ টন চাল উৎপাদন করতে পারে, যা এর আগের বিপণন বছরের তুলনায় ১০ লাখ টন বেশি।