স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

প্রকাশ: আগস্ট ০২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

দেশের চলমান পরিস্থিতিতে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি (রুটিন) প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। গতকাল বিকালে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।

সময়সূচি অনুযায়ী স্থগিত তত্ত্বীয় পরীক্ষাগুলো ১১ আগস্ট থেকে শুরু হবে। এদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, আরবি দ্বিতীয় পত্র এবং পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ৮ সেপ্টেম্বর। এদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ফাইন্যান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র ও শিশু বিকাশ দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র এবং ক্রীড়া দ্বিতীয় পত্রের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে।

এছাড়া ৯ সেপ্টেম্বর ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হবে। ১৯ সেপ্টেম্বর নিজ নিজ বোর্ডে নিয়ম অনুযায়ী তথ্য পাঠাতে হবে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চার দফায় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রথম দফায় স্থগিত করা হয় গত ১৮ জুলাইয়ের পরীক্ষা। পরবর্তী সময়ে পরিস্থিতি বিবেচনায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। পরে অপর এক বিজ্ঞপ্তিতে ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলোও স্থগিত ঘোষণা করা হয়। সর্বশেষ ১ আগস্ট এক বিজ্ঞপ্তিতে ৪ আগস্ট থেকে পরবর্তী পরীক্ষাগুলোও স্থগিত করা হয়।




সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫