মিরসরাইয়ে ১০৩ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট

প্রকাশ: আগস্ট ০২, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে ১৯১টি। এর মধ্যে ৪৫টি বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। ৫৮টিতে সিনিয়র সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া শূন্য রয়েছে সহকারী শিক্ষকের ১৩০টি পদ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাপ্তরিক কাজে উপজেলা সদরে গেলে বিদ্যালয়গুলোয় শিক্ষক সংকট দেখা দেয়। এতে ব্যাহত হচ্ছে পাঠদান।

উপজেলার হিঙ্গুলী ইউনিয়নে অবস্থিত জামালপুর জিন্নাত বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব দেয়া হয়েছে আসমা বেগমকে। তিনি ওই বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন। তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব নেয়ায় সহকারী শিক্ষকের একটি পদ শূন্য হয়েছে।

একই ইউনিয়নে অবস্থিত খিল হিঙ্গুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু করা হলেও দেয়া হয়নি বাড়তি কোনো শিক্ষক। ফলে প্রাথমিকে নিয়োগ পাওয়া শিক্ষকদের দিয়েই মাধ্যমিকে পাঠদানে বাধ্য হচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া বেগম।

উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৯১টি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে। শুধু বারইয়ারহাট পৌরসভায় প্রাথমিক বিদ্যালয় নেই। এসব বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে প্রায় ৩২ হাজার। ১৯১টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪৫টি চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। এছাড়া ৫৮টিতে সিনিয়র সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুর হক বলেন, ‘উপজেলার ১৯১টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে চলতি দায়িত্বে রয়েছেন ৫৮ জন প্রধান শিক্ষক। ৪৫টি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেয়া হয়েছে। যারা চলতি দায়িত্বে রয়েছেন, তারা শিগগিরই সরকারি বিধি অনুযায়ী পূর্ণ দায়িত্বে চলে আসবেন।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫