গোপালগঞ্জে বাস ও ট্রাকের মাঝে ইজিবাইকচাপায় দুই সহোদরসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জ, শেরপুর ও যশোরে আরো চারজনের প্রাণহানি হয়েছে। গতকাল বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
গোপালগঞ্জ: গতকাল বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস সামনে থাকা ট্রাককে ওভারটেক করতে যায়। এ সময় বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক। গাছের সঙ্গে ধাক্কা মেরে হেলে পড়ে বাসটি। ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা দুই সহোদর নিহত হন। এ ঘটনায় ইজিবাইকচালকসহ দুজন গুরুতর আহত হন। বিকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান। তারা ইজিবাইকে করে মুকসুদপুরের বিশ্বম্ভরদী থেকে পাশের টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশের ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন ইজিবাইকের যাত্রী মুকসুদপুর উপজেলার বরইতলা বিশম্ভরদী গ্রামের আবু রায়হান শেখের দুই ছেলে আবুল বশার শেখ (৪০) ও আবুল খায়ের শেখ (৩৫), ইজিবাইকচালক একই গ্রামের চুন্নু শেখের ছেলে হাসান শেখ (২৯) এবং দিগনগর গ্রামের আবুল কালামের ছেলে ইয়ার আলী (৩৮)।
মুন্সিগঞ্জ: শ্রীনগরে পণ্যবোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে চালক ও হেলপার নিহত হন। গতকাল ভোর ৪টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি ফুটওভার ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপচালক পলাশ চন্দ্র দাস (২৪) ও হেলপার জয় চন্দ্র দাস (২৫) সম্পর্কে চাচাতো ভাই। তাদের বাড়ি নরসিংদীর শিবপুর থানায় বলে জানিয়েছে পুলিশ।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, পিকআপ ভ্যানের অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ।
শেরপুর: নকলার চিথলিয়ায় পিকআপচাপায় শাপলা (২৫) নামে নারী মারা গেছেন। এ সময় আহত হয়েছে তার শিশু সন্তানসহ আরো দুজন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার গনপদ্দি ইউনিয়নের পূর্ব চিথলিয়ায় গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাপলা চিথলিয়ার আলম মিয়ার স্ত্রী।
নকলা থানার ওসি আব্দুল কাদের জানান, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
যশোর: কেশবপুরে আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে জনি হোসেন (২৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হন। গতকাল সকালে যশোর-চুকনগর সড়কের ফকিররাস্তায় এ দুর্ঘটনা ঘটে। জনি হোসেন পাশের মণিরামপুর উপজেলার মধুপুর গ্রামের আবদুল মোতালেবের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন কেশবপুর থানার ওসি জহিরুল আলম।