বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে ভারতের ব্যাংক খাত। র্যানসমওয়্যারের হামলায় দেশটির প্রায় ৩০০টি ছোট ব্যাংকের লেনদেন পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়েছে। হ্যাকারদের এ হামলায় মূলত গ্রামীণ ও সমবায় প্রতিষ্ঠানগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রয়টার্সের সূত্রে এ খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট।
সংবাদে বলা হয়েছে, লেনদেনসংক্রান্ত প্রযুক্তি প্রদানকারী সংস্থা ‘সি-এজ টেকনোলজি’ র্যানসমওয়্যার হামলার শিকার হয়েছে। এ সাইবার হামলার বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। ফলে কারা এবং কেন এ হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় বিদেশী কোনো শক্তির হাত আছে কিনা তাও স্পষ্ট নয়। ভারতীয় ব্যাংকগুলোয় যে সাইবার হামলা হতে পারে, তা অনেক দিন ধরেই আশঙ্কা করছিল সাইবার ক্রাইম দফতর। তাই ছোট-বড় সব ব্যাংককেই এ বিষয়ে সতর্ক করা হয়েছিল। বুধবারের ঘটনার পর বড় ব্যাংকগুলোকে নতুন করে সতর্ক করা হয়েছে।
এনপিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ভারতে প্রায় দেড় হাজার সমবায় ও আঞ্চলিক ব্যাংক রয়েছে। এগুলোর বেশির ভাগই কাজ করে বড় শহরের বাইরে। এর মধ্যে অনেকগুলো ছোট ব্যাংক। এর ফলে অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে তেমন প্রভাব পড়বে না বলে দাবি করছেন ভারতের সরকারি কর্মকর্তারা।