কোটা সংস্কার আন্দোলনে মৃত্যু-সহিংসতা

বিচার বিভাগীয় তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিশন গঠন

প্রকাশ: আগস্ট ০২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সংঘটিত মৃত্যু, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ গেজেট প্রকাশ করেছে।

গেজেটে বলা হয়েছে, ‘‌সরকার কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট ১৯৫৬-এর ৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনের নামে সংঘটিত ঘটনায় মৃত্যু, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা তদন্তের জন্য নিম্নবর্ণিত তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিশন গঠন করল। ওই কমিশনের সভাপতি হিসেবে থাকবেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান এবং দুজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন হাইকোর্ট বিভাগের বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী।’

কমিশনের কার্যপরিধি সম্পর্কে গেজেটে বলা হয়েছে—

ক. গত ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সময়ে নিহত ব্যক্তিদের মৃত্যুর কারণ উদঘাটন ও তাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা। খ. গত ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সময়ে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা। গ. গত ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সময়ে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর বা সংস্থা বা প্রতিষ্ঠান, সরকারি কোম্পানি, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও করপোরেশন এবং বেসরকারি প্রতিষ্ঠানের সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা।

গেজেটে আরো বলা হয়েছে, ‘উক্ত বিচার বিভাগীয় কমিশন ‘‌‘‌কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট ১৯৫৬’’ অনুসারে তদন্তকার্য সম্পন্ন করে আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। মন্ত্রিপরিষদ বিভাগ কমিশনকে সাচিবিক সহায়তা প্রদান করবে ও কমিশনের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করবে এবং কমিশনকে সহায়তার উদ্দেশ্যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যেকোনো ব্যক্তিকে দায়িত্ব প্রদান করতে পারবে।’

এছাড়া গত ১৮ জুলাই জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও উক্ত প্রজ্ঞাপনের অধীন গৃহীত কার্যক্রম এ প্রজ্ঞাপনের অধীন গৃহীত হবে বলেও গেজেটে উল্লেখ করা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় গত ১৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে ছয়জন নিহত ও ওইদিন পর্যন্ত সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্তে সরকার এক সদস্যবিশিষ্ট কমিশন গঠন করেছিল। ১৮ জুলাই (বৃহস্পতিবার) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়, ‘‌বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে এ কমিশনের দায়িত্ব দেয়া হয়েছে। কমিশন আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেবে।’



সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫