নরসিংদী কারাগারে হামলা

লুট হওয়া অস্ত্রসহ দুজন গ্রেফতার

প্রকাশ: আগস্ট ০২, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদী কারাগারে হামলার ঘটনায় মো. আরিফুল ইসলাম মো. শফিক নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সময় তাদের কাছ থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে। তারা কারাগারে হামলা অস্ত্র লুটের পর সেসব অস্ত্র দিয়ে পুলিশের ওপর গুলি করার কথা স্বীকার করেছে। গতকাল দুপুরে তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এর আগে মঙ্গলবার রাতে শিবপুর উপজেলার কারারচরে বৈশাখী স্পিনিং মিলে পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘কারাগারে হামলার ঘটনায় সরাসরি জড়িত মো. আরিফুল ইসলাম মো. শফিক অস্ত্র লুট করেন। সেসব অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে পুলিশের ওপর গুলি করেন। কতিপয় স্থানীয় বিএনপি নেতার প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশে কারাগারে হামলা এবং অস্ত্র লুটসহ পুলিশের ওপর হামলার কথা স্বীকার করে আদালতে জবাদবন্দি দিয়েছেন আরিফুল শফিক।

তিনি আরো জানান, ‘হামলার পরপর পালিয়ে যায় জঙ্গিরা এমন শিরোনামে ফুটেজসহ কয়েকটি গণমাধ্যমে খবর প্রচার হয়, যা ছিল সম্পূর্ণ ভুল। এসব গাড়ি বিয়ের বরযাত্রীবাহী ছিল। পুলিশি তদন্তে এসব তথ্য বের হয়ে এসেছে। কারাগারসহ বিভিন্ন স্থাপনায় হামলা অস্ত্র লুটের ঘটনায় আরো দুটি মামলা হয়েছে। নিয়ে এখন পর্যন্ত ১৩টি মামলায় ২৭৫ জনকে গ্রেফতার লুট হওয়া ৮৫ অস্ত্রের মধ্যে ৫০টি উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া ৫৯৮ কয়েদি আত্মসমর্পণ করেছেন বলেও জানান পুলিশ সুপার।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫