রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত করেছেন। রাষ্ট্রপ্রধান ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪’ উপলক্ষে গতকাল দুপুরে মাছের পোনা অবমুক্ত করেন। সিংহ পুকুরে রুই, কাতল, মৃগেল, কালবাউস, মহাশোল, সুবর্ণ রুই, পাবদা, গুলশা ও চিংড়ির বিভিন্ন প্রজাতির ৪২৬ কেজি ওজনের ৪ হাজার ৭১৮টি মাছের পোনা ছাড়া হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রতি বছরই বঙ্গভবনের চারটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়া হয়। পুকুরগুলো হলো সিংহ পুকুর, দানাদিঘি, মাজার পুকুর ও হরিণ পুকুর।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ‘ভরব মাছে মোদের দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে গত ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতি বছরের মতো জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪’ উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকায় ‘জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২৪’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।