বিআইএফএফএলের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ: আগস্ট ০২, ২০২৪

বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বিআইএফএফএলের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, ড. মো. খায়রুজ্জামান মজুমদারের সভাপতিত্বে সভায় অংশ নেন পরিচালক ও শেয়ারহোল্ডাররা, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মনজুর হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নুরুল আলম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব হাসান খালেদ ফয়সাল এবং বিআইএফএফএলের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম আনিছুজ্জামান। সভায় আরো উপস্থিত ছিলেন শেয়ারহোল্ডার প্রতিনিধি ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান, বিআইএফএফএলের কোম্পানি সচিব মো. আতিকুল ইসলাম। —বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫