সুপারম্যানের শুটিং শেষ করলেন জেমস গান

প্রকাশ: আগস্ট ০২, ২০২৪

ফিচার ডেস্ক

আগামী বছর যে সিনেমাগুলোয় নজর থাকবে তার একটি ‘সুপারম্যান’। পরিচালক জেমস গান। ডিসি স্টুডিওর ব্যানারে সিনেমাটি নির্মাণ করছেন তিনি। অনেকদিন ধরেই এ নিয়ে কথা হচ্ছে। এ সিনেমায় সুপারম্যানের গল্প নতুন করে তুলে আনছেন তিনি। উপস্থাপন করছেন নিজের মতো করে। এর মাধ্যমে ডিসি ইউনিভার্সকে নতুন করে তুলে ধরা হবে দর্শকের সামনে। সিনেমাটির শুটিং শেষ করে একটি পোস্ট করেছেন নির্মাতা। এর মাধ্যমে তিনি ধন্যবাদ জানিয়েছেন তার টিমকে। সেই সঙ্গে জানিয়েছেন, সিনেমাটি ২০২৫ সালের গ্রীষ্মে মুক্তি পাবে।

জেমস গান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে সিনেমার পুরো কাস্ট ছিল। সঙ্গে লিখেছেন, ‘আর, এখানেই শেষ। ঈশ্বর আমাদের অভিনেতা-অভিনেত্রীদের মঙ্গল করুন। তাদের নিষ্ঠা, সৃষ্টিশীলতা ও পরিশ্রম সিনেমাটিকে এগিয়ে নিয়ে গেছে। আমি এ পৃথিবীর একজন ভালো মানুষের গল্প নিয়ে কাজে নেমেছি। কিন্তু তা যথেষ্ট নয়। বরং প্রতিদিন কাজের সময় সহকর্মীদের মধ্যে সে ভালো আমি পেয়েছি। এটাই আমাকে প্রতিদিন কাজ করতে ও এগিয়ে যেতে উৎসাহ দিয়েছে।’

নির্মাতা জানিয়েছেন, শুটিংয়ের পুরো সময়ই ছিল হাসি আনন্দে ভরা। সময়টা তিনি উপভোগ করেছেন। এ নিয়ে গান লিখেছেন, ‘আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের সঙ্গে কাজ করা সম্মানের বিষয় ছিল। আমাদের গন্তব্য ছিল সুপারম্যানকে নিয়ে একটা সিনেমা, কিন্তু এর মধ্যে আমরা পেয়েছি পরিশ্রম, অধ্যবসায় ও ভালোবাসা। সবটাই সিনেমার সেটে আমরা ভাগ করে নিয়েছি। আমি সবসময় কৃতজ্ঞ থাকব।’

জেমস গান পরিচালিত সিনেমায় সুপারম্যান চরিত্রে অভিনয় করছেন ডেভিড কোরেন্সওয়েট। হেনরি ক্যাভিলকে সরিয়ে তাকেই এ চরিত্রে বসিয়েছে ডিসি। এছাড়া সিনেমায় র‍‍্যাচেল ব্রসনাহান ‘লুইস লেন’ ও নিকোলাস হল্ট ‘লেক্স লুথর’ চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের ১১ জুলাই।

সূত্র: ইয়ন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫