বলা যায়, বেশ লম্বা সময় ধরেই বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সময়টা ভালো যাচ্ছে না। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘সারফিরা’ সিনেমাটি। প্রায় ৮০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত এ সিনেমা মুক্তির তিন সপ্তাহ পেরিয়ে গেলেও বক্স অফিস আয় সে তুলনায় লাভজনক নয়। এদিকে মুক্তির আগেই শোরগোল তৈরি করেছে অজয় দেবগণের ‘অউরো মে কাহা দম থা’ সিনেমাটি।
অজয়ের সঙ্গে এ সিনেমায় জুটি বেঁধেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী টাবু। দীর্ঘ ক্যারিয়ারে এখনো যিনি জনপ্রিয় নায়িকাদের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলছেন। যদিও এ সিনেমা মুক্তির দিন ঠিক হয়েছিল গত ৫ জুলাই, তবে বলিউড হাঙ্গামার তথ্যমতে, সিনেমাটির প্রযোজনা সংস্থা তা পিছিয়ে ২ আগস্ট ঘোষণা করেছে। অর্থাৎ আজ মুক্তি পাচ্ছে সিনেমাটি। মূলত ‘কল্কি ২৮৯৮ এডি’র ব্লকবাস্টার হিট হওয়ার কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমানে ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির বাণিজ্য বিশেষজ্ঞরা মত দিয়েছেন অজয়ের নতুন এ সিনেমা নিয়ে। তুলনা করেছেন সদ্য মুক্তিপ্রাপ্ত অক্ষয়ের সারফিরার সঙ্গে। ধারণা করা হচ্ছে, সিনেমাটি বক্স অফিস কালেকশনে এগিয়ে থাকবে সারফিরার চেয়ে কয়েক গুণে।
একজন বিশেষজ্ঞ জানান, সিনেমার মুক্তি পেছানোর পর প্রথম ১০ দিন খুব বেশি প্রচারণা দেখা যায়নি। যদিও নির্মাতারা একটি গানও প্রকাশ করেছিলেন, তবু সিনেমাটি সে অর্থে সাড়া ফেলতে পারেনি। এ সুযোগ কাজে লাগিয়েছে সারফিরা। অন্য কোনো সিনেমা আলোচনায় না থাকায় সেটি দেখতে গেছে দর্শক। তবে এতে খুব বেশি ক্ষতি সিনেমাটির হবে বলে অনেকেই মনে করেন না। সিনেমা ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ তরণ আদর্শ বলেন, ‘অজয়-টাবুর সিনেমাটি মুক্তির প্রথম দিন সারফিরার চেয়ে বেশি আয় করবে। টাকার অংকে যা ৪ থেকে সাড়ে ৪ কোটি রুপি ছুঁতে পারে।’ এছাড়া তিনি সিনেমা নির্মাতা নিরাজ পান্ডের কাজের প্রশংসা করে বলেছেন অজয় দেবগণ ও টাবুর জুটি প্রশংসার কাজ। তাই তিনি আশা করছেন সিনেমাটি ভালো কিছু বয়ে আনতে পারবে। সব কিছু মিলিয়ে এবার অপেক্ষার পালা, সত্যি অজয়ের অউরো মে কাহা দম থা বক্স অফিসে কতটুকু প্রভাব ফেলতে পারে।
সূত্র: বলিউড হাঙ্গামা