‘স্যাটারডে নাইট লাইভ’ নতুন একটি আয়োজন নিয়ে আসছে। আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশনের সময়টায় তারা বেশকিছু বিশেষ পর্ব প্রচার করবে। সেখানেই মায়া রুডলফ থাকবেন কমলার চরিত্রে। তিনি মূলত অ্যাপল টিভি প্লাসের কমেডি শো ‘লুট’-এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যেই নতুন খবরটি এল। উল্লেখ্য, স্যাটারডে নাইট লাইভের ৫০তম সিজন শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর।