এক লাখ ইভির জন্য বিওয়াইডির সঙ্গে চুক্তি উবারের

প্রকাশ: আগস্ট ০২, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

এক চুক্তি অনুসারে উবার চালকদের জন্য এক লাখ বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) তৈরি করবে এ খাতের জায়ান্ট কোম্পানি বিওয়াইডি। সম্প্রতি এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে অ্যাপভিত্তিক পরিবহন পরিষেবা প্রতিষ্ঠানটি। খবর বিবিসি।

কোম্পানি দুটি জানিয়েছে, রক্ষণাবেক্ষণ, চার্জিং, অর্থায়ন ও লিজের ওপর ছাড়সহ প্রচলিত গাড়িকে ইভিতে প্রতিস্থাপন করতে চালকদের প্রণোদনা দেয়া হবে।

চুক্তিটি প্রথমে কার্যকর হবে ইউরোপ ও লাতিন আমেরিকার সড়কে। এরপর ধীরে ধীরে মধ্যপ্রাচ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাজারে প্রবেশ করবে চীনা কোম্পানির গাড়িগুলো।

ইভি শিল্পে সংকটজনক মুহূর্তে এ চুক্তির ঘোষণা এল। সাম্প্রতিক বছরে বিশ্বব্যাপী প্রত্যাশার চেয়ে ইভি বিক্রি ধীর হয়ে এসেছে। একই সঙ্গে চীনা ইভি নির্মাতা প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে উচ্চ শুল্ক বাধার মুখে পড়েছে।

সংস্থা দুটি বিবৃতিতে জানিয়েছে, উবারচালকদের জন্য ইভি মালিকানার মোট খরচ কমিয়ে আনা, বিশ্বব্যাপী উবার প্লাটফর্মে ইভির অংশগ্রহণ বাড়ানো এবং লাখ লাখ গ্রাহককে সবুজ গাড়ির সঙ্গে পরিচিত করতে এ লক্ষ্য নেয়া হয়েছে। 

আরো বলা হচ্ছে, চুক্তির মাধ্যমে বিওয়াইডির চালকবিহীন গাড়ি প্রযুক্তিকে উবারের প্লাটফর্মে একীভূত করা হবে। 

অবশ্য ইভির প্রসারে উবারের উদ্যোগ এ প্রথম নয়। চলতি বছরের শুরুর দিকে কোম্পানিটি জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের চালকদের মাঝে ইভির প্রসারে টেসলার সঙ্গে কাজ করছে। এছাড়া দক্ষিণ কোরিয়ার গাড়ি জায়ান্ট কিয়ার সঙ্গে ইভি চুক্তির পরিকল্পনা করেছে।

স্থানীয় গাড়ি শিল্পকে রক্ষার কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য প্রধান বাজারে সম্প্রতি চীনা ইভির ওপর শুল্ক বাড়িয়ে দেয়া হয়েছে। নতুন পদক্ষেপটি বিওয়াইডি ও অন্য চীনা ইভি নির্মাতাদের নিজের দেশের বাইরে উৎপাদন সম্প্রসারণ করার সুযোগ এনে দিয়েছে। 

এর মধ্যে গত মাসে বিওয়াইডি তুরস্কে একটি প্লান্ট স্থাপনে ১০০ কোটি ডলারের চুক্তিতে সম্মত হয়েছে। ওই সময় তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছিল, নতুন প্লান্টটি বছরে দেড় লাখ পর্যন্ত গাড়ি তৈরিতে সক্ষম হবে। কারখানাটি ২০২৬ সালের শেষ নাগাদ প্রায় পাঁচ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে এবং একই সময়ে উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া একই মাসে দক্ষিণ-পূর্ব এশিয়ায় কোম্পানির প্রথম কারখানা হিসেবে থাইল্যান্ডে একটি প্লান্ট চালু করেছে বিওয়াইডি। কোম্পানিটি বলছে, এ প্লান্টের বার্ষিক উৎপাদন ক্ষমতা দেড় লাখ গাড়ি। এতে ১০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। 

গত বছরের শেষের দিকে বিওয়াইডি ঘোষণা করেছে, ইইউ সদস্য রাষ্ট্র হাঙ্গেরিতে কারখানা তৈরি করবে। এটি হবে ইউরোপে কোম্পানিটির প্রথম যাত্রীবাহী গাড়ির কারখানা এবং এতে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া মেক্সিকোয় একটি কারখানা তৈরির পরিকল্পনা করছে বিওয়াইডি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫