গ্রীষ্মকালীন ভ্রমণের চাহিদা বাড়ায় ইজিজেটের মুনাফা বেড়েছে। কোম্পানিটির অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা বেড়েছে ১৬ শতাংশ। সম্প্রতি বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। খবর নিক্কেইএশিয়া।
ইজিজেটের গত বছরের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের জুনে শেষ হওয়া হিসাবে এয়ারলাইনসটির মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ২৮ কোটি ইউরো, যা গত বছর ছিল ২৪ কোটি ১০ লাখ ইউরো।
সার্বিক মুনাফার পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করেছে ইজিজেট। এয়ারলাইনসটি তাদের অর্ধ বার্ষিক লক্ষ্যগুলো পূরণের মাধ্যমে আয় বাড়ানোর ঘোষণা দিয়েছে। ইজিজেট জানিয়েছে, এ অর্থবছরে তাদের মুনাফা পরিস্থিতি ইতিবাচক।
ইন্টারঅ্যাক্টিভ ইনভেস্টরের বাজার প্রধান রিচার্ড হান্টার বলেছেন, এ প্রান্তিকে কর প্রদানের আগের সংশোধিত মুনাফা ছিল ২৩ কোটি ৬০ লাখ ইউরো, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ বেশি। একই সঙ্গে এ পরিমাণ আগের পূর্বাভাস ২১ কোটি ৯০ লাখ ইউরোর থেকেও বেশি। এ সময় ইজিজেটের আয় ছিল ২৬৩ কোটি টাকা ইউরো, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি। এক্ষেত্রে যাত্রীদের থেকে আসা আয়ের পরিমাণ ৭ শতাংশ বেড়েছে। অন্যান্য খাতে আয় বৃদ্ধিরও সম্ভাবনা দেখা যাচ্ছে।
হান্টার আরো জানিয়েছেন, আনুষঙ্গিক রাজস্বের মধ্যে ব্যক্তিগতভাবে বরাদ্দকৃত আসন, লাগেজ ও খাবারের জন্য গ্রাহকের কাছ থেকে আসা আয়ও অন্তর্ভুক্ত, যা বর্তমান আয়ের ২৬ শতাংশ এবং এ সময়ের মধ্যে ১১ শতাংশ বেড়েছে।
একইভাবে ছুটির দিনগুলোয় ইজিজেটের পারফরম্যান্সও অত্যন্ত আশাব্যঞ্জক, যা বিমান সংস্থাটির মোট আয়ের ১৩ শতাংশ প্রতিনিধিত্ব করছে। এ বছর কোম্পানিটির যাত্রী সংখ্যা প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে। একই সঙ্গে করপূর্ব মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৩০ লাখ ইউরোয়, যা গত বছরের তুলনায় ৪২ শতাংশ বেশি। গত বছর কোম্পানিটি ৪ কোটি ৯০ লাখ ইউরো মুনাফা করেছিল। তাই ইজিজেট এক্ষেত্রে বাড়তি নির্দেশনা দিয়েছে, বার্ষিক মুনাফায় এর অবদান ১৮ কোটি ইউরোর বেশি হয়।