খুলনায় মার্চ ফর জাস্টিস: ২ মামলায় কারাগারে ১৪ জন

প্রকাশ: আগস্ট ০১, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, খুলনা

মার্চ ফর জাস্টিস কর্মসূচিকে কেন্দ্র করে খুলনা নগরীর ময়লাপোতা মোড় ও রয়্যাল মোড়সহ বেশ কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বুধবারের (৩১ জুলাই) সংঘর্ষের ঘটনায় ২টি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে বুধবার রাতে খুলনা সদর সোনাডাঙ্গা থানায় মামলা দুটি দায়ের করে। প্রতিটি মামলায় ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রাকিবুল ইসলাম বলেন, বুধবার নগরীর বিভিন্ন স্থান থেকে ৩৫-৪০ আন্দোলনকারীকে আটক করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে রাতে শিক্ষার্থীদেরকে তাদের অভিভাবক শিক্ষকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়। তবে ১৪ জনকে মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত নগরীর ময়লাপোতা মোড়, শেরে বাংলা রোড, সাতরাস্তা মোড়, শান্তিধাম মোড়, দোলখোলা মোড়, রয়্যাল মোড়, মডার্ন ফার্নিচার মোড়, মৌলভীপাড়া মোড় টুটপাড়া মোড়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়।

শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ এবং পুলিশ শিক্ষার্থীদের দিকে টিয়ারশেল নিক্ষেপ করে। এতে প্রায় ৬০ জন শিক্ষার্থী আহত হন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বৃহস্পতিবার কেউ সড়কে নামেননি। নগরীর রয়্যাল শিববাড়ি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। টহল দিচ্ছে বিজিবি।

তবে শিক্ষার্থীদের ওপর হামলা, মামলা, গ্রেফতার নিহতের ঘটনায় ক্যাম্পাসে মৌন মিছিল মানববন্ধন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষকরা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫