সচিবালয়ে পিআইডি ভবনে আগুন

প্রকাশ: আগস্ট ০১, ২০২৪

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ৯ নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটেছে। যদিও তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ভবনে রয়েছে সচিবালয় ক্লিনিক ও তথ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকাল সোয়া ৪টার দিকে ভবনের নিচতলায় এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে এবং ৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, সচিবালয়ের আগুনটি লাগে একটি ইলেকট্রিক বোর্ডে। ছোট আগুন ছিল। আমাদের পানি ব্যবহার করতে হয়নি। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আমরা ৪টা ৩৫ মিনিটে আগুন নিভিয়ে ফেলি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫