শিক্ষার্থীদের সমর্থনে চলচ্চিত্র ও নাট্যজনরা

প্রকাশ: আগস্ট ০১, ২০২৪

ফিচার প্রতিবেদক

কোটা সংস্কার দাবিতে চলমান আন্দোলন চলছে বেশ কয়েক সপ্তাহ ধরে। এরই মধ্যে কোটা সংস্কার ইস্যুতে রায় হয়েছে। শিক্ষার্থীদের এই আন্দোলনকে ঘিরে হতাহত হয়েছে শিক্ষার্থীসহ আরো অনেকে। আন্দোলনরত শিক্ষার্থীসহ যারা নিহত হয়েছেন তাদের সুষ্ঠু বিচারসহ আরো কয়েক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে মাঠে নেমেছেন বিভিন্ন পেশাজীবী মানুষ। এবার শিক্ষার্থীদের সবগুলো দাবির প্রতি সমর্থন জানিয়েছেন দেশের চলচ্চিত্র ও নাট্যজনরা।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সামনে শোবিজ অঙ্গনের ব্যক্তিত্বদের শিক্ষার্থীদের সমর্থনে সকাল ১১টায় প্রতিবাদী কর্মসূচি করার কথা থাকলেও করতে দেয়নি পুলিশ। পরে রাজধানীর আনন্দ সিনেমা হলের সামনে তাদের কর্মসূচি পালন করেন।

সমাবেশ থেকে হত্যা, গুম, গণগ্রেফতারের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে এবং আটককৃতদের মুক্তির দাবি জানানো হয়।

এ সময় তারা বলেন, স্বাধীনতার পর থেকে গত পাঁচ দশকে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রে লাগাতার যে নৈরাজ্য চলেছে, হলগুলোতে যে সুপরিকল্পিত নিপীড়ন চলেছে ক্ষমতাসীন ছাত্রসংগঠনের, সেই সব কিছুকে পাল্টে নতুন ইতিহাস লিখবার পথ তৈরি করেছে এই শিক্ষার্থীরা। সেই শিক্ষার্থীদের সবগুলো দাবিকে আমরা সমর্থন জানাই।

তারা দাবি জানান, ছাত্রদের মৃত্যুতে যে ব্যক্তি, যে প্রতিষ্ঠানের যে পদধারী, যে নেতা, যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনা হোক।

প্রতিবাদ কর্মসূচিতে পরিচালক অমিতাভ রেজা, নায়ক সিয়াম, মোশাররফ করিম, বাঁধনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫