বৃষ্টিতে পাহাড় ধসে বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ বন্ধ

প্রকাশ: আগস্ট ০১, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানে তিনদিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মাত্রা কখনো হালকা আবার কখনো ভারী। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে শুরু হওয়া ভারী বৃষ্টিতে বান্দরবান-থানচি সড়কের ৪৮ কিলোমিটার অংশে পাহাড় ধসে পড়ে। ধসে পড়া পাহাড়ের মাটি সড়কে পরে বন্ধ হয়ে যায় বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ। ফলে সড়কটির ওই অংশের উভয় দিকে আটকা পড়ে বিভিন্ন ধরনের যান। 

তবে আজ বিকালের মধ্যে সড়কটির যোগাযোগ স্বাভাবিক করতে কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বান্দরবানের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি। 

পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বণিক বার্তাকে বলেন, আজ সকাল পৌনে ৮ টার দিকে খবর পাই, বান্দরবান-থানচি সড়কের নীলগিরির পরে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের থানচি ও বান্দরবান থেকে টিম পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে সড়কে পড়া মাটি অপসারণের কাজ শুরু করে তারা। দ্রুত মাটি অপসারণ করতে সেনাবাহিনীর বুলডোজার ও এক্সক্যাভেটর আসছে। বিকাল নাগাদ সড়ক যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হবে।  

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫