বিদায়ী অর্থবছরে (২০২৩-২৪) রাজস্ব আহরণের হিসাবে কোনো অসংগতি রয়েছে কিনা তা যাচাই করে দেখতে ১২ ভ্যাট কমিশনারেটে চিঠি পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যাচাইয়ের পর ৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে রাজস্ব আহরণের হিসাব।
‘রিজার্ভ-রফতানির পর রাজস্ব আয়ের হিসাবেও বড় অসংগতি’ শিরোনামে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করে বণিক বার্তা। এ প্রতিবেদন প্রকাশের একদিন পর ১২ ভ্যাট কমিশনারেটে চিঠি পাঠানোর খবর এল।
বণিক বার্তার ওই প্রতিবেদনে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরে সরকারের রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। পরে তা কমিয়ে সংশোধিত লক্ষ্য নির্ধারণ হয় ৪ লাখ ১০ হাজার কোটি টাকা। এ লক্ষ্যের বিপরীতে ৩ লাখ ৮২ হাজার ৫৬২ কোটি টাকা রাজস্ব আহরণ করা সম্ভব হয়েছে বলে দাবি করছে এনবিআর।