কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ও সহিংসতার বিচার এবং গ্রেফতার হওয়া পরীক্ষার্থীদের মুক্তির দাবিতে এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা দিয়েছেন দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
গতকাল কলেজগুলোর ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে এ-সংক্রান্ত একাধিক বিবৃতি পাঠানো হয়। এর মধ্যে রয়েছে নটর ডেম কলেজ, ঢাকা কলেজ, ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ, বিএএফ শাহীন কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজসহ আরো কয়েকটি কলেজ।
বিবৃতিগুলোয় জানানো হয়, যতদিন পর্যন্ত না সব অন্যায়ভাবে গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থী ও অন্যদের মুক্তি দেয়া হয়, তারা এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন না।
তবে বিবৃতিগুলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অভিন্ন কোনো প্লাটফর্ম থেকে দেয়া হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত করা যায়নি।