স্থানীয় অর্থনীতিতে আস্থা সবচেয়ে বেশি সৌদি ভোক্তাদের

প্রকাশ: আগস্ট ০১, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

বিশ্বে নিজ দেশের অর্থনীতির ওপর ভোক্তাদের আস্থার ক্ষেত্রে শীর্ষে অবস্থান করছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান ইপসসের প্রাইমারি কনজিউমার সেন্টিমেন্ট সূচক (পিসিএসআই) জরিপে এ তথ্য পাওয়া গেছে। জরিপে অংশ নেয়া ৯৫ শতাংশ সৌদি ভোক্তা মনে করেন, সৌদি অর্থনীতি সঠিক পথেই এগোচ্ছে। খবর আরব নিউজ।

ভোক্তাদের আত্মবিশ্বাসের ক্ষেত্রে চীন ও ভারতের মতো বড় অর্থনীতিগুলোকেও পেছনে ফেলেছে সৌদি আরব। এপ্রিলে দেশটির পিসিএস সূচক ছিল ৭১ দশমিক ৯। মে মাসে তা বেড়ে ৭২ দশমিক ২-এ অবস্থান করছিল, যা বৈশ্বিক গড় পিসিএসআই ৫০ দশমিক ২-এর তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি। এ সূচকে মূলত ব্যক্তির অর্থনৈতিক পরিস্থিতি, প্রত্যাশা, বিনিয়োগ পরিবেশ ও কর্মসংস্থানের নিশ্চয়তা মূল্যায়ন করা হয়।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্যানুসারে, সৌদি আরবের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০২৫ সালের বৈশ্বিক গড় প্রবৃদ্ধিকে ছাড়িয়ে যেতে পারে। ভোক্তাদের আত্মবিশ্বাসের তথ্য এ পূর্বাভাসের সঙ্গে সংগতিপূর্ণ। সংস্থাটির ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনের তথ্যমতে, আগামী বছরে সৌদি আরবের প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৭ শতাংশ, যেখানে বৈশ্বিক গড় প্রবৃদ্ধি দাঁড়াতে পারে ৩ দশমিক ৩ শতাংশ।

জরিপের অংশ নেয়া ৭৩ শতাংশ ভোক্তা সৌদি অর্থনীতির বর্তমান অবস্থাকে ‘শক্তিশালী’ বলে মত দেন। অন্যদিকে এ ব্যাপারে নিরপেক্ষ অবস্থান নেন ২৪ শতাংশ ভোক্তা। ছয় মাসের মধ্যে অর্থনীতি আরো শক্তিশালী হবে বলে মনে করেন ৮৭ শতাংশ ভোক্তা।

প্রসঙ্গত, ইপসস বিশ্বের অন্যতম বৃহৎ বাজার গবেষণা প্রতিষ্ঠান। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত সংস্থাটি বিশ্বের প্রায় ৯০টি বাজারে কার্যক্রম পরিচালনা করে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫