২০২৩ সালে ভারতের মাঠে বসেছিল ১৩তম ওয়ানডে বিশ্বকাপ আসর। প্রতিবেশী দেশের সে
ক্রিকেট উৎসবের অংশ ছিল বাংলাদেশও। বাংলাদেশ ক্রিকেট দলের গৌরবের সবগুলো মুহূর্ত উপভোগ
করেছেন এ দেশের ক্রিকেট অনুরাগীরা। বিশ্বকাপ উন্মাদনার সঙ্গে পাঠকদের যোগ তৈরিতে বণিক
বার্তার ছিল নানা আয়োজন। তারই একটি ‘বণিক বার্তা-ওয়ালটন বিশ্বকাপ ক্রিকেট কুইজ-২০২৩’।
বুধবার (৩১ জুলাই) সে
কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয়ে গেল বণিক বার্তার কনফারেন্স রুমে। বণিক বার্তা
ও স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের কর্মকর্তাদের হাত থেকে পুরস্কার নিয়েছেন বিজয়ীরা।
কুইজের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির
অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন) অগাস্টিন সুজন বাড়ৈ ও
সিনিয়র ডেপুটি ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স) আব্দুল্লাহ আল মামুন। এছাড়া বণিক বার্তার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান প্রতিবেদক
মো. বদরুল আলম, বিভাগীয় প্রধান (বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ব্র্যান্ডিং) মো. মঞ্জুর হোসাইন, সহকারী মহাব্যবস্থাপক (এক্সটার্নাল অ্যাফেয়ার্স) মো. আমিনুল ইসলাম, জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. শাফিউল আজম খান (অর্থ ও
হিসাব), জ্যেষ্ঠ ব্যবস্থাপক (সার্কুলেশন) আবুল কালাম আজাদ, জ্যেষ্ঠ প্রশাসনিক
কর্মকর্তা (মানবসম্পদ ও প্রশাসন) ফারহানা নিশিসহ বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড
ব্র্যান্ডিং বিভাগের অন্য কর্মকর্তারা।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে ওয়ালটনের অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর অগাস্টিন সুজন
বাড়ৈ বলেন, ‘ওয়ালটন বিশ্বকাপের সময় অনেকগুলো সংবাদপত্রের সঙ্গে এ আয়োজনে যুক্ত থেকেছে,
যার একটি বণিক বার্তা। বণিক বার্তার সঙ্গে আমাদের পথচলা অনেক আগে থেকেই। আগেও বেশ কয়েকটি
কুইজে আমরা বণিক বার্তার সঙ্গে ছিলাম। ভবিষ্যতে বণিক বার্তা এ ধরনের আয়োজন করলে আমরা
সঙ্গে থাকব। সেই সঙ্গে যারা বিজয়ী হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন জানাই।’
বণিক বার্তার বিজনেস
ডেভেলপমেন্ট
অ্যান্ড ব্র্যান্ডিংয়ের বিভাগীয় প্রধান মো. মঞ্জুর হোসাইন বলেন, ‘ওয়ালটন সব সময়ই বণিক বার্তার এ
ধরনের আয়োজনে পৃষ্ঠপোষকতা করে থাকে। এই বিশ্বকাপ কুইজে পাশে থাকায় তাদের ধন্যবাদ জানাই।
আশা করি, ভবিষ্যতেও তারা আমাদের এ ধরনের উদ্যোগের সঙ্গে থাকবে। সেই সঙ্গে যারা কুইজ
প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানাই।’
প্রথম পর্বের প্রথম পুরস্কার
ওয়ালটন রেফ্রিজারেটর
পেয়েছেন কুমিল্লার আকলিমা আক্তার, দ্বিতীয় পুরস্কার ওয়ালটন ৩২ ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন
খিলক্ষেত ঢাকার নুসাইবা, তৃতীয় পুরস্কার ওয়ালটন ২৪ ইঞ্চি এলইডি টিভি জিতেছেন বাড্ডা
ঢাকার লিরা। চতুর্থ পুরস্কার ওয়ালটন রাইস কুকার বিজয়ীরা হলেন— চট্টগ্রামের মো. বাবুল,
ঢাকার হুমাউন, হাবিব, বরিশালের আসাদুল ও ছাগলনাইয়া ফেনীর তানজিলা। পঞ্চম পুরস্কার ওয়ালটন
ব্লেন্ডার জিতেছেন সাভারের শিল্পী, ঢাকার জেসমিন আক্তার, রুহামা, সানি ও চট্টগ্রামের
সুলগ্না দাশ।
দ্বিতীয় পর্বের কুইজে প্রথম পুরস্কার ওয়ালটন ৪৩ ইঞ্চি এলইডি টিভি জিতেছেন বনানী
ঢাকার মো. বাদশা, দ্বিতীয় পুরস্কার ওয়ালটন ৩২ ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন মিরপুর ঢাকার
হানিয়া, তৃতীয় পুরস্কার ওয়ালটন ২৪ ইঞ্চি এলইডি টিভি জিতেছেন রামগড় লক্ষ্মীপুরের মোবারক
খান, চতুর্থ পুরস্কার ওয়ালটন গ্যাস স্টোভ বিজয়ী ফেনীর ইয়াছমিন আক্তার, চট্টগ্রামের
সালমা আক্তার, চট্টগ্রামের রাজীব দাশ চৌধুরী, ঢাকার মাবরুক আলম ও রুনী। পঞ্চম পুরস্কার
ওয়ালটন রাইস কুকার জিতেছেন ঢাকার তাওহীদ, জীবন, মোতমাইন্না, কুমিল্লার তানিয়া ও গাজীপুরের
মারোয়া।