শতভাগ পশুর বর্জ্য অপসারণ সম্পন্ন করেছে ঢাকার দুই সিটি করপোরেশন

প্রকাশ: জুন ১৮, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, তারা সংশ্লিষ্ট করপোরেশন এলাকা থেকে সব কোরবানির পশুর বর্জ্য অপসারণ সম্পন্ন করেছে।

প্রায় ১০ ঘণ্টার মধ্যে শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বলেছে, পূর্ব ঘোষিত ৬ ঘণ্টা সময়সীমার মধ্যে কোরবানির পশুর বর্জ্য সফলভাবে অপসারণ করা হয়েছে।

ডিএসসিসির মুখপাত্র আবু নাসের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের কাজ শেষ করার ঘোষণা দিয়েছিলেন ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস।

ডিএসসিসি জানায়, গতকাল সোমবার (১৭ জুন) দুপুর ২টা থেকে তারা বর্জ্য অপসারণ শুরু করে আজ মঙ্গলবার (১৮ জুন) দুপুর ১২টা ১৫ মিনিটে শেষ হয়েছে।

এর আগে ডিএনসিসি পূর্ব ঘোষিত ৬ ঘণ্টা সময়সীমার মধ্যে সমস্ত কোরবানির পশুর বর্জ্য অপসারণ কাজ শেষ করার ঘোষণা দিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানায়, কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ শেষ হয়েছে।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম নগরবাসীর সহযোগিতামূলক আচরণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নগরবাসীর সহযোগিতায় নির্ধারিত সময়সীমার আগেই ঢাকা উত্তরে সমস্ত কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।

ডিএনসিসির ১০টি জোনে ২ হাজার ১০১টি ট্রিপে মোট ১০ হাজার ৩৭৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫