ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

প্রকাশ: জুন ১৮, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানি করতে দেখা গেছে। গতকাল সোমবার (১৭ জুন) ছিল ঈদের প্রথমদিন। এদিন কসাই না পাওয়াসহ বিভিন্ন কারণে যারা কোরবানি করতে পারেননি, তারাই আজ পশু কোরবানি দিচ্ছেন।

আজ সকাল থেকেই এ কার্যক্রম শুরু হয়েছে। সরেজমিনে রাজধানীর পোস্তগোলা, জুরাইন, ধূপখোলা ও গেন্ডারিয়া এলাকা ঘুরে পশু কোরবানি করতে দেখা গেছে। তবে এ সংখ্যা গতকালের তুলনায় অনেক কম।

ঈদের দ্বিতীয় দিন কোরবানি দেয়ার কারণ জানতে চাইলে অধিকাংশ কোরবানিদাতাই প্রথম দিনের কসাই সংকটের কথা উল্লেখ করেছেন। আবার অনেকেই কিছুটা স্বস্তির সঙ্গে জবাই ও কাটাকাটি করতে মঙ্গলবার বেছে নিয়েছেন। 

রাজধানীর পোস্তগোলার বাসিন্দা রফিকুল হক বলেন, ‘পর্যাপ্ত জায়গার সংকট ছিল। মহল্লার অলিগলি, বাসার নিচের গ্যারেজ, সড়ক সব জায়গাতেই গতকাল অনেক ভিড় ছিল। তাছাড়া কসাইও পাওয়া যায়নি। সেজন্য গতকাল কোরবানি দিতে পারিনি। আজকে স্বস্তির সঙ্গে পশু জবাই করেছি।’

জুরাইনের বাসিন্দা রিয়াদ হোসেন বলেন, ‘ভিড় এড়াতে আমরা দ্বিতীয় দিনও কোরবানি দিয়ে থাকি।’ 

ইসলামী শরিয়ত অনুসারে, কোরবানির মোট সময় তিনদিন। ১০ জিলহজ ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার পর থেকে জিলহজের ১২ তারিখ সূর্যাস্তের আগে পর্যন্ত কোরবানি দেয়া যায়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫