কোরবানি করতে গিয়ে শিং ও ছুরিকাঘাতে আহত ১৪০

প্রকাশ: জুন ১৭, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে গরুর শিং ও ছুরিকাঘাতে আহত হয়ে ১৪০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারা কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত হন। আজ সোমবার (১৭ জুন) সকাল থেকে বেলা ৪টার মধ্যে চিকিৎসা নিতে হাসপাতালের জরুরি বিভাগে আসেন তারা।

ঢামেক হাসপাতালে চিকিৎসা নেয়া বেশিরভাগ রোগীই কাটাছেঁড়ার চিকিৎসা নেন বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে এখন পর্যন্ত একজনকে ভর্তি করা হয়েছে বলে জানান ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, ‘কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ১৪০ জন ঢামেকে চিকিৎসা নিয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। একজন হাসপাতালে ভর্তি আছেন।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫