ঈদের দিন জাতীয় জাদুঘর বন্ধ, ফিরে যাচ্ছেন বিনোদনপ্রেমীরা

প্রকাশ: জুন ১৭, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘর বন্ধ রয়েছে। দুপুরের পর থেকে জাদুঘরে আসা দর্শনার্থীরা ফিরে যাচ্ছে।

সোমবার (১৭ জুন) বিকালে শাহবাগ জাদুঘরে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ঈদের কারণে ৩ দিন বন্ধ থাকবে জাদুঘর। আগামী বুধবার (১৭ জুন) জাদুঘর দর্শনার্থীদের জন্য খোলা হবে।

মিরপুরের বাসিন্দা রাহেলা আক্তার এসেছেন দুই ছেলেকে সঙ্গে নিয়ে। জাদুঘর বন্ধ পেয়ে তিনি হতাশ হয়েছেন। তিনি বলেন, এত দূর থেকে এত টাকা গাড়ি ভাড়া দিয়ে এলাম। এখন দেখি জাদুঘর বন্ধ। ঈদের সময় যদি বিনোদনকেন্দ্র বন্ধ থাকে তাহলে আর কখন খোলা থাকবে?

রাজধানীর অন্যান্য এলাকা থেকেও দর্শনার্থীরা জাদুঘর বন্ধ পেয়ে ফিরে যাচ্ছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫