ঈদে দেশী-বিদেশী সিনেমার প্রিমিয়ার টিভিতে

প্রকাশ: জুন ১৭, ২০২৪

ফিচার ডেস্ক

টেলিভিশন চ্যানেলগুলো ঈদে নানা আয়োজন নিয়ে হাজির হয়। সিনেমার প্রিমিয়ার এর মধ্যে অন্যতম। সেই ধারাবাহিকতায় ঈদুল আজহায়ও থাকছে বেশকিছু সিনেমার টিভি প্রিমিয়ার। দেশী সিনেমা যেমন আছে, তেমনি আছে বিদেশী সিনেমার বাংলা ডাবিংও।

বাংলাদেশের সিনেমার টেলিভিশন প্রিমিয়ারে এগিয়ে আছে চ্যানেল আই। সাতটি সিনেমার প্রিমিয়ার করছে চ্যানেলটি, যার মধ্যে ছয়টি বাংলাদেশী। আজ থাকছে ‘বাই সাইকেল ও ভালোবাসা’। পরিচালনা করেছেন শহীদুল আলম সাচ্চু। এরপর ছয় দিন যথাক্রমে প্রিমিয়ার হবে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমা ‘আশীর্বাদ’, সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’, মেহেদী হাসান পরিচালিত ‘শেষ বাজি’, আলবার্ট হিউজের ‘আলফা’, জাহিদ হোসাইনের ‘সোনার চর’ ও মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত ‘আম কাঁঠালের ছুটি’।

ঈদুল আজহার বিশেষ অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় প্রচার হবে ‘প্রিয়তমা’। ঈদের পরদিন বেলা ২টা ৫০ মিনিটে ছোট পর্দার দর্শকরা শাকিব খানের এ চলচ্চিত্র উপভোগ করতে পারবে। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে আরশাদ আদনান প্রযোজিত চলচ্চিত্রটির কাহিনী লিখেছেন ফারুক হোসেন। এ চ্যানেলে থাকছে তুর্কি সিরিজও।

বিদেশী সিনেমার মধ্যে চ্যানেল আইয়ে প্রচার হতে যাওয়া ‘আলফা’ বেশ আলোচিত সিনেমা। ২০১৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয় করেছেন কোডি স্মিট ম্যাকপি, জোহানেস হউকার জোহানসন, নাতাশিয়া মালথি, লিওনর ভারিলা, জেনস হালতিন, স্পেন্সার বোর্গায়েট’ প্রমুখ। এটিএন বাংলায় থাকছে তুর্কি ড্রামা ‘রেহানা’। ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে সিরিয়ালটি। ধারাবাহিকটি সামাজিক প্রেক্ষাপটে নির্মিত। তুরস্কের বাইরে বিভিন্ন দেশে সিরিয়ালটি দর্শকপ্রিয় হয়েছে।

এছাড়া প্রতিটি চ্যানেলেই থাকছে সিনেমা। আরটিভি, বাংলাভিশন, দীপ্ত টিভি, মাছরাঙা টেলিভিশন নিয়মিত প্রচার করবে সিনেমা। বিশেষ আয়োজন থাকছে দুরন্ত টিভিতে। ছোটদের জন্য দুরন্ত টিভির ভাষান্তরিত ইরানি সিনেমা ‘স্টোরি অব মাই ফাদারস বাইক অ্যান্ড মি’। সিনেমাটি দেখা যাবে ঈদের দিন রাত ১০টায়।

কান্দিস রাজ্যের রাজকুমারী প্রিন্সেস এমি ঘোড়ার সঙ্গে কথা বলতে পারার এক অলৌকিক ক্ষমতার অধিকারী। রাজকুমারী এমির জীবনের গল্প নিয়ে দুরন্ত টিভির সিনেমা ‘প্রিন্সেস এমি’। সিনেমাটি দেখা যাবে ঈদের দ্বিতীয় দিন বেলা ৩টায়। পাইরেট পিটের দুঃসাহসিক অভিযানের গল্প নিয়ে সিনেমা ‘পাইরেট পিট অ্যান্ড দ্য সি মনস্টার’। দুরন্ত টিভির সাতদিনের ঈদ আয়োজনে এ সিনেমা দেখা যাবে ঈদের দ্বিতীয় দিন রাত ১০টায়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫