দুবাইয়ে নিষিদ্ধ একবার ব্যবহারের প্লাস্টিক

প্রকাশ: মে ২৭, ২০২৪

একবার ব্যবহারের প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই পৌরসভা। আগামী ১ জুন থেকে এ নির্দেশ কার্যকর হবে। মাইক্রো ব্লগ প্লাটফর্ম এক্সে এক বার্তায় দুবাই পৌরসভা জানায়, একবার ব্যবহারের প্লাস্টিক ব্যাগের বিরুদ্ধে অবস্থা নেয়া হচ্ছে। এর পরিবর্তে পুনরায় ব্যবহারযোগ্য কাপড়ের ব্যাগ ব্যবহারের অনুরোধ করা হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ৫৭ মাইক্রোমিটারের কম পুরু ব্যাগ, প্লাস্টিক ব্যাগ, পেপার ব্যাগ ও বায়োগ্রেডিবল ব্যাগ। তালিকার বাইরে রয়েছে ৫৭ মাইক্রোমিটারের চেয়ে বেশি পুরু ব্যাগ, সবজি, মাংস, মুরগি ও পাউরুটি মুড়ে দেয়ার ব্যাগ এবং বর্জ্য সংগ্রহের ব্যাগ। খবর অ্যারাবিয়ান নিউজ ও ছবি রয়টার্স


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫