নারী প্রিমিয়ার লিগ ক্রিকেট

বিকেএসপির হারের ম্যাচে মারুফার হ্যাটট্রিকের কীর্তি

প্রকাশ: মে ২৬, ২০২৪

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দলের পেস বোলার মারুফা আক্তার আজ নারী প্রিমিয়ার ক্রিকেট লিগে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখালেন। বিকেএসপির ৪ নম্বর মাঠে বিকেএসপি নারী ক্রিকেট দলের হয়ে তারকাখচিত দল মোহামেডানের বিপক্ষে তিনি হ্যাটট্রিক করেন। যদিও তার এই কীর্তির দিনেও জেতেনি বিকেএসপি। তার দলকে ৭২ রানে হারিয়েছে মোহামেডান।

 

আগে ব্যাট করতে নেমে মারুফার হ্যাটট্রিকের পরও ৯ উইকেটে ২২৮ রান তুলতে সমর্থ হয় মোহামেডান। সোবহানা মোস্তারি ১০০ বলে ৬৪, মুর্শিদা খাতুন ৬৮ বলে ৪৬ ও রুমানা আহমেদ ৬১ বলে ৩৫ রান করেন। ৫০তম ওভারে সাবেকুন নাহার, সুলতানা ইয়াসমিন বৈশাখী ও ফারিহা তৃষ্ণাকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন মারুফা। ডানহাতি এই পেসার ১০ ওভারে ৩৫ রান দিয়ে নেন চারটি উইকেট। এছাড়া নিশিতা আক্তার ৫৮ রানে নেন দুটি উইকেট।

 

জবাব দিতে নেমে ১৫৬ রানে গুটিয়ে যায় বিকেএসপি। ফাহমিদা চয়া ৩৮ ও সুমাইয়া আক্তার ৩০ রান করেন। ফারিহা তৃষ্ণা তিনটি এবং রুমানা ও ফাতেমা জাহান সোনিয়া দুটি করে উইকেট নেন।

 

প্রিমিয়ার লিগে আজ আবাহনী লিমিটেড ৭৮ রানে কলাবাগান ক্রীগাচক্রকে ও রূপালি ব্যাংক ক্রীড়া পরিষদ ৬ উইকেটে গুলশান ইয়ুথ ক্লাবকে হারায়। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫