অবিলম্বে রাফায় আক্রমণ বন্ধ করার নির্দেশ আইসিজের

প্রকাশ: মে ২৫, ২০২৪

বণিক বার্তা অনলাইন

ইসরায়েলকে অবিলম্বে দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরের সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। দক্ষিণ আফ্রিকার অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার (২৪ মে) এ আদেশ দেয়া হয়েছে। খবর আনাদোলু।

১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করছে ইসরাইল, এমন অভিযোগের অংশ হিসেবে সপ্তাহ খানেক আগে রাফায় হামলার বিষয়টি আইসিজের সামনে আনে দক্ষিণ আফ্রিকা। ১৩-২ ভোটে ১৫ জন বিচারকের প্যানেলে আদেশটি গৃহীত হয়।

চলতি মাসের প্রথম দিকে আন্তর্জাতিকভাবে সতর্কতা সত্ত্বেও ফিলিস্তিনিদের শহরটিতে হামলা শুরু করে ইসরায়েল।

এ বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট নওয়াফ সালাম বলেন, ‘ইসরায়েলকে অবিলম্বে সামরিক আক্রমণ বন্ধ করতে হবে। গাজার বর্তমান পরিস্থিতিতে রাফায় যেকোনো পদক্ষেপ ফিলিস্তিনিদের সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করতে পারে।

গত অক্টোবরে ইসরায়েলের সর্বাত্মক হামলার মুখে গাজা থেকে পালিয়ে লাখ লাখ বাসিন্দা রাফায় আশ্রয় নেয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী মতে, স্থল আক্রমণের কারণে আট লাখের বেশি মানুষ শহর ছেড়ে পালিয়েছে।

আইসিজে জানায়, রাফায় উচ্ছেদ চলাকালে বাসিন্দাদের নিরাপত্তা বা আট লাখ ফিলিস্তিনিদের জন্য প্রয়োজনীয় পানি, স্যানিটেশন, খাদ্য, ওষুধ এবং আশ্রয়ের প্রাপ্যতা সম্পর্কে পর্যাপ্ত তথ্য দেয়নি ইসরায়েল। এখনো পর্যন্ত উচ্ছেদ চলমান রয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের হামলা চালিয়ে প্রায় ১ হাজার ২০০ বাসিন্দাকে হত্যা করে হামাস। জিম্মি করে নিয়ে যায় ২৫০ এর মতো ইসরায়েলিকে। ওই ঘটনার পর গাজায় সর্বাত্মক হামলা শুরু করে আইডিএফ। তখন থেকে প্রায় ৩৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন লাখ খানেক মানুষ।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫