রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল শতাধিক ঘর

প্রকাশ: মে ২৫, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শতাধিক ঝুপড়িঘর পুড়ে গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল বেলা ১১টার দিকে তানজিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৩ ব্লকের কাঁঠাল গাছতলার বাজারে এ ঘটনা ঘটে।

রোহিঙ্গা যুবক আহমদ কবির বলেন, ‘কীভাবে আগুন লেগেছে আমরা বুঝতে পারিনি। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ঘর থেকে বের হয়ে পড়েছিলাম।’

উখিয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক কামাল হেসেন বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।’

উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, ‘ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন। এজন্যই বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে রোহিঙ্গারা।’

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ্দোজা নয়ন বলেন, ‘তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের পাশের বাজারে হঠাৎ আগুনে লাগে। এরপর তা আশপাশে ছড়িয়ে পড়ে। পরে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়া হলে প্রথমে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে আরো দুটি ইউনিট এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫