আনার হত্যা মামলায় তিন আসামির ৮ দিনের রিমান্ড

প্রকাশ: মে ২৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

ভারতের কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ- আসনের এমপি আনোয়ারুল আজীম অপহরণ মামলায় গ্রেফতার তিন আসামির প্রত্যেককে ৮দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৪ মে) দুপুর সোয়া ২টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়।

এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের দশদিনের রিমান্ড আবেদন করেন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফজুর। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন, সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া শিলাস্তি রহমান।

এর আগে বৃহস্পতিবার (২৩ মে) সৈয়দ আমানুল্লাহ, ফয়সাল ভূঁইয়া শিলাস্তি রহমানকে মামলায় গ্রেফতার দেখানো হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫