জাপানের অর্থনীতি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ২ দশমিক ১ শতাংশ কমেছে। ভোগ ও বিনিয়োগ দুর্বল হয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। জাপানের সরকার সম্প্রতি এ তথ্য জানিয়েছে। খবর এপি।
জাপানের মন্ত্রিপরিষদ অফিস জানায়, তৃতীয় প্রান্তিকের দুর্বল প্রবৃদ্ধি জাপানি অর্থনীতির ভিত নাড়িয়ে দিয়েছে। এ প্রান্তিকে প্রবৃদ্ধি কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ।
প্রবৃদ্ধির এ সংখ্যা একেবারে অপ্রত্যাশিত। ব্যক্তি পর্যায়ে ভোগ সংকুচিত হয়েছে বার্ষিক শূন্য দশমিক ২ শতাংশ। বেসরকারি খাতে বিনিয়োগ কমেছে ২ দশমিক ৫ শতাংশ। সংকুচিত বিনিয়োগ ও চাহিদা অর্থনীতির অন্যান্য খাতকেও দুর্বল করেছে।
ক্যাপিটাল ইকোনমিকসের কর্মকর্তা মার্সেল থিলিয়েন্ট বলেন, ‘আমরা প্রত্যাশা করি, জিডিপির প্রবৃদ্ধি চলতি বছর ১ দশমিক ৭ থেকে ২০২৪ সালে শূন্য দশমিক ৫ শতাংশ কমবে।’
বার্ষিক প্রক্ষেপণ সংশোধন করা হয়েছে। এপ্রিল-জুন প্রান্তিকে ৪ দশমিক ৫ এবং জানুয়ারি-মার্চ প্রান্তিকের ৩ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি দেখানো হয়েছে। প্রাক পূর্বাভাসে এপ্রিল-জুন প্রান্তিকে ৬ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি দেখানো হয়েছে।