পিএসজি ছেড়ে আল-আহলিতে ড্রাক্সলার

প্রকাশ: সেপ্টেম্বর ১৯, ২০২৩

বণিক বার্তা অনলাইন

ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে কাতারের আল-আহলিতে যোগ দিয়েছেন জার্মান মিডফিল্ডার জুলিয়ান ড্রাক্সলার। সোমবার (১৮ সেপ্টেম্বর) ফরাসি ক্লাব এ তথ্য জানিয়েছে।

২৯ বছর বয়সী ড্রাক্সলার স্থায়ী চুক্তিতে আল-আহলিতে যোগ দিয়েছেন। তবে চুক্তির সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। যদিও ড্রাক্সলারের পিএসজি সঙ্গে এক বছরের চুক্তি বাকি ছিল।

২০২৫ সাল পর্যন্ত আল-আহলির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জার্মানি এই মিডফিল্ডার।

২০১৪ বিশ্বকাপ জয়ী জার্মান দলের সদস্য ছিলেন ড্রাক্সলার। ২০১৭ সালের জানুয়ারিতে পিএসজিতে যোগদানের আগে শালকে ও উল্ফসবার্গে খেলেছেন তিনি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫