মুন্সিগঞ্জে মাটি খুঁড়তে গিয়ে সন্ধান মিলেছে কালো ‘কষ্টি পাথরের’ মূর্তির। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের
প্রাচীন ঐতিহ্যবাহী রাজা বল্লাল সেনের দীঘিতে সেচের পানির লাইন স্থাপন করতে গিয়ে মূর্তির মুখের অংশটি দেখতে পায় স্থানীয়রা। পরে মাটি খুঁড়ে ৪ কেজি ৭৮৯ গ্রাম
ওজনের মূর্তিটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা বলছেন, সেন বংশের শাসনামলে মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরে
গড়ে উঠেছিল অনেক মন্দির। সেন বংশের শাসক রাজা বল্লাল সেনের আমলের প্রাচীন নিদর্শন
এটি। যা বিক্রমপুরের ইতিহাসের অংশ।
পরে গ্রাম্য পুলিশের সহযোগিতায় স্থানীয় ইউনিয়ন পরিষদের
সচিব কবির হোসেন মাটি কাঁটা শ্রমিকদের কাছ
থেকে মূর্তিটি বুঝে নিয়ে এটি স্বল্প সময়ের জন্য সংরক্ষণে রাখেন।
এরপর দুপুরে স্থানীয়দের উপস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ
থেকে আসা নেজারত শাখার সহকারী কমিশনার তৌহিদুল
ইসলাম বারীর কাছে মূর্তিটি হস্তান্তর করা হয়।
সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম বারী জানান, স্থানীয় কৃষক রহমতউল্লাহ দেওয়ানের জমিতে মাটি কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা জমিতে কাজ করার সময় মূর্তিটির সন্ধান পাওয়া যায়। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পরে এটি কষ্টি পাথরের মূর্তি কিনা যাচাই বাছাইয়ের জন্য ঢাকায় ল্যাবে টেস্টে পাঠানো হবে। পরে কষ্টি পাথরের মূর্তির প্রমাণ মিললে সরকারিভাবে এটি প্রাচীন প্রত্নতত্ব হিসেবে সংরক্ষণে রাখা হবে।