চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় বোরো ধানের
ব্যাপক আবাদ হয়েছে। এবার ১ লক্ষ ১১ হাজার ৩৫০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা ধরা
হয়েছিল। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন কৃষকরা। বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা
ধরা হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৫৫০ মেট্রিক টন।
জেলায় এবার ব্রি ধান ৮৮, ৮৯, ৯২ ও বঙ্গবন্ধু
১০০ জাতের বোরো আবাদ হয়েছে। নতুন জাতের সম্প্রসারণ হওয়ায় এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে
যাওয়ার আশা করছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুশান্ত সাহা জানিয়েছেন,
বোরোর আবাদ সফল করতে প্রণোদনার আওতায় সার-বীজ দেয়া হয়েছে জেলার ৬৬ হাজার কৃষককে।
তবে বিদ্যুতের দাম বাড়ায় বেড়েছে কৃষকের সেচের
খরচ। এতে কানিপ্রতি সার্বিক উৎপাদন খরচ ৯ থেকে ১০ হাজার টাকা থেকে বেড়ে ১২ থেকে ১৩
হাজার টাকায় দাঁড়িয়েছে।
এদিকে প্রতি বছরই ধান তোলার মৌসুমে দাম কমে
যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন কৃষক। উৎপাদন খরচ তুলে লাভ করা নিয়ে এবারও শঙ্কায় রয়েছেন তারা।