৫ এপ্রিল থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল

প্রকাশ: মার্চ ৩০, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

আগামী ৫ এপ্রিল থেকে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল। আজ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক। 

বর্তমানে সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত আগারগাঁও-উত্তরার মধ্যে মেট্রোরেল চলাচল করছে। 

তিনি জানান, পর্যায়ক্রমে মেট্রোরেলের সময়সূচি বাড়ানো হবে। আগামী জুলাই নাগাদ সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলবে। 

এমএএন ছিদ্দিক আরো জানান,  ৩১ মার্চ শেওড়া পাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশন চালু হচ্ছে।  এর মধ্য দিয়ে উত্তরা-আগারগাঁও অংশের সবকটি স্টেশন চালু হতে যাচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫