অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ

ইসরায়েল নিয়ে জটিলতায় আয়োজক থেকে বাদ ইন্দোনেশিয়া ‍

প্রকাশ: মার্চ ৩০, ২০২৩

বণিক বার্তা অনলাইন

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজক হিসেবে ইন্দোনেশিয়াকে বাতিল করেছে ফিফা। ইসরায়েলকে দেশটিতে খেলতে দেয়া নিয়ে জটিলতার পর এই সিদ্ধান্ত আসে। খবর বিবিসি।

গত শুক্রবার (২৪ মার্চ) বালিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও টুর্নামেন্টের অফিসিয়াল ড্র বাতিল হয়।

ইন্দোনেশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই) বলছে, বালির গভর্নর ওয়ায়ান কোস্টার ইসরায়েলি দলকে আতিথেয়তা দিতে অস্বীকার করার পর ফিফা বাধ্য হয়ে ড্র বাতিল করে।

আগামী ২০ মে শুরু হয়ে ১১ জুন পর্যন্ত চলবে পর্যন্ত অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ।

ইসরায়েলের সঙ্গে ইন্দোনেশিয়ার আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। সম্প্রতি বিক্ষোভকারীরা ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলকে টুর্নামেন্ট থেকে বিরত রাখার দাবিতে মিছিল করেছে।

২০১৯ সালে যখন ইন্দোনেশিয়া স্বাগতিক হিসেবে নির্বাচিত হয়, তখনো ইসরায়েল এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেনি।

ফিফা এক বিবৃতিতে জানায়, বর্তমান পরিস্থিতির কারণে, ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজক হিসেবে ইন্দোনেশিয়াকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যত তাড়াতাড়ি সম্ভব নতুন আয়োজক ঘোষণা করা হবে। টুর্নামেন্টের তারিখ এখনো অপরিবর্তিত রয়েছে। পিএসএসআইয়ের বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত আসতে পারে বলেও জানানো হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫